banglanewspaper

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি: আশুলিয়ায় দি-ল্যাব এইড হাসপাতালের উদ্যোগে নারী শ্রমিকদের স্বাস্থ্য সচেতন মূল ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বেরন দিয়াখালী এলাকায় স্টার্লিং স্ট্রাইল গ্রæপের টেক ম্যাক্স লিঃ কোম্পানীতে এ ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে সু-স্বাস্থ্য বিষায়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন টেক ম্যাক্স লিঃ এর এম.ডি মঞ্জুরুল হক ফয়সাল।

এতে আরও উপস্থিত ছিলেন, টেক ম্যাক্স লিঃ এর জিএম এ্যাডমিন আব্দুল মান্নান মিয়া, জিএম এইচ আর রাজিব সিনহা, প্রিয়া শান্তা, ফাতেমাতুজ জুই, ইমতিয়াজ হোসেন, দেওয়ান খাইরুল, মোঃ দিদারুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন।

এসময় আরও দি-ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মোশারফ হোসেন মন্টু, এমডি মশিউর রহমান, সহ-কারী পরিচালক লোকমান হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ সানজিদা আক্তারসহ প্রমূখ।

সবশেষে ওই কোম্পানীতে কর্মরত প্রায় ৬০০ নারী শ্রমিকদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরন করা হয়।

ট্যাগ: bdnewshour24 সাভার