banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক নওগাঁর উদ্যোগে উপজেলা প্রশাসন আত্রাই এর বাস্তবায়নে ‘নো হেলমেট নো বাইক’ বিষয়ক আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের উদ্যোগে আহসানগঞ্জ রেল স্টেসন এলাকায় বেলি ব্রিজের মোড়ে মটর বাইকে দুইজনের বেশি নয় , উভয়েই হেলমেট পড়ে নিবাপদ গন্তব্যে পৌঁছার লক্ষে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিন,প্রধান শিক্ষক আইনুল হক, আত্রাই থানা স্টাফ, স্কাউটস সদস্যবৃন্দ প্রমুখ।

এরআগে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, মো. আক্কাছ আলী, আ’লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 আত্রাই