banglanewspaper

এর আগেও নিজের সৌন্দর্যের পিছনে আসল কারণ নিয়ে ভক্তদের সামনে মুখ খুলেছিলেন। এবারেও নিজের সুন্দরী হওয়ার পিছনে দুটি কারণ জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা।

সম্প্রতি ট্যুরে রয়েছেন ৬১ বছরের ম্যাডোনা। বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে নিজের ফিটনেস আর সৌন্দর্যতা ঠিক রাখা যায়, তার জন্য ম্যাডোনাই একটি উদাহরণ। সোশ্যাল নেটওয়ার্কে নিজের সিক্রেট বিউটির তথ্য ফাঁস করলেন খোদ এই শিল্পী।

জানালেন, মঞ্চে গানের জাদুতে মাত করার পাশাপাশি তিনি নিজেকে ঠিক রাখতে ভোর ৩টার সময় বরফ দেয়া পানিতে গোসল করেন। তারপরই নিজের প্রস্রাব পান করেন। এই কথা শুনে অনেকেই অবিশ্বাস করতে পারেন।

ইন্সটাগ্রামে টিভি পেজে নতুন ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই তিনি মুখ খুলেছেন। আইস বাথে স্নানের পরই নিজের ইউরিন কাপে করে খাচ্ছেন। এতে নাকি তার শরীর ভালো থাকে। এটা নাকি আঘাত থেকে রেহাই পেতে সেরা ট্রিটমেন্ট।

এই প্রথম নয়, এর আগেও নিজের প্রস্রাব খাওয়ার কথা ভক্তদের জানিয়েছিলেন ম্যাডোনা।

ভিডিও: https://www.instagram.com/tv/B4_ABoOhIBC/?utm_source=ig_web_copy_link

ট্যাগ: bdnewshour24 ম্যাডোনা