banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরায় সরকারি সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ, সচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সজেকা, যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

এসময় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিয়ন্ত্র, বিআরটিএ, সাব রেজিষ্ট্রিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়।

ট্যাগ: bdnewshour24 মাগুরা