banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবি লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বারইখালী কার্যালয়ে উপজেলা ও পৌর মৎস্যজীবি লীগ আয়োজিত বর্ধিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আ. সবুর।

উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সাধারণ সম্পাদক সেলিনা ভানু সেলি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান আলী খান, সহ-সভাপতি মাষ্টার আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুজ্জামান গাজী, পৌর সভাপতি শিশির কুমার সাহা।

প্রধান বক্তা ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আল আমিন শেখ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মো. হেলালুজ্জামান কাজী, পৌর সভাপতি কাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মল্লিক। সভায় ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ অন্যন্যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামি ২৯ নভেম্বর আওয়ামী মৎস্যজীবি লীগের জাতীয় সম্মেলন সফল করা লক্ষে সকলকে আহবান জানান।

ট্যাগ: bdnewshour24 মোরেলগঞ্জ