banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে আলাউদ্দিন সভাপতি ও নাদিম কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে কালিকাপুর ইউনিয়ন কুশাতলা বাজার প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মকা-কে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেীধুরী গোলাম মোস্তফা বাদল।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বেলাল হোসেনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, ওসি মো. মোসলেম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক বরুন কুমার সরকার,ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,নাজমুল হক নাদিম, শেখ আব্দুল বারী প্রমুখ।

এছাড়াও, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ট্যাগ: bdnewshour24 আত্রাই