banglanewspaper

রাজধানীর উত্তরায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে হাউজ বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। জানতে পেরেছি, সকালে প্রাইভেটকারটি হাউজ বিল্ডিং এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় কারটির গ্যাস শেষ হয়ে গেলে চালক তেলে চালানো শুরু করে। এতে হঠাৎ ইঞ্জিন দিয়ে ধোঁয়া বের হতে থাকে। গাড়ির মালিক ও চালক বাইরে বেরিয়ে আসার কিছু সময়ের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ট্যাগ: bdnewshour24 উত্তরা