banglanewspaper

রোহিঙ্গা ইস্যুতে সবসময়ই সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ- সিজিএস জেনারেল ফায়াদ বিন হামিদ আল-রুওয়াইলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের বলেন, সৌদি সিজিএস এ সময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ- এনডিসির প্রশিক্ষণের প্রশংসা করেন।

রিয়াদ-ঢাকা সুসম্পর্ক আরও গভীর হবে উল্লেখ করে সৌদি সিজিএস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার দেশের আকাঙ্ক্ষার কথা জানান প্রধানমন্ত্রীকে।

ট্যাগ: bdnewshour24 রোহিঙ্গা সৌদি