banglanewspaper

নিজের ক্রিকেটে ক্যারিয়ারে ব্যাটসম্যানদের অনেক ‘পারফিউম’ ডেলিভারি ‘উপহার’ ওয়াসিম আকরাম৷ শুক্রবার প্রাক্তন পাক পেসারকে বিশেষ ‘পারফিউম’ বল উপহার দিলেন ব্রেট লি।

অ্যাডিলেড ওভারে অস্ট্রেলিয়া-পাকিস্তান ডে-নাইট টেস্টের প্রথম দিন আকরামের হাতে এই বল তুলে দেন প্রাক্তন অজি স্পিড-স্টার৷

আন্তর্জাতিক ক্রিকেটে এক সময় আকরামের ‘সুলতান অফ সুইং’ ছিল ব্যাটসম্যান কাছে ভয়ংকর৷ আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০ বেশি উইকেট নেওয়া আকরামের পারফিউম ডেলিভারিতে পরাস্ত হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা৷ এদিন সেই বিধ্বংসী পেসারের হাতেই পারফিউম বল তুলে দেন লি৷ আক্রমের হাতে এই বল তুলে দেওয়ার ভিডিও টুইটারে পোস্ট করেন প্রাক্তন অজি পেসার৷

এটি আসলে লাল বলের আকারে একটি পারফিউম৷ আন্তর্জাতিক ক্রিকেটে আক্রমের অ্যাচিভমেন্টের কথা মাথায় রেখে এই বল আকৃতি পারফিউম তৈরি করা হয়েছে৷ বলের সিমে গ্লোডেন কালারে চারদিকে লেখা রয়েছে টেস্ট ক্রিকেটে পাক কিংবদন্তি স্পিনার আকরামের উইকেটের সংখ্যা৷

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪১৪টি টেস্ট এবং ৫০২টি ওয়ান ডে উইকেট রয়েছেন ওয়াসিম আকরামের ঝুলিতে৷ তিনি বিশ্বের প্রথম বোলার হিসেবে ওয়ান ডে ফরম্যাটে পাঁচশো উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন প্রাক্তন এই পাক পেসার৷ দুদার্ন্ত বোলিং টেকনিকে ১৫ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি৷

আকরামের মতো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন ব্রেট লি৷ তিন ফরমেটের ক্রিকেটে সাতশোর বেশি উইকেট রয়েছে প্রাক্তন অজি পেসারের ঝুলিতে৷ টেস্টে ৩১০টি এবং ওয়ান ডে ফরম্যাটে ৩৮০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৮টি উইকেট নিয়েছেন লি৷ এদিন অ্যালিলেডে অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্টে ধারাবিবরণীর ফাঁকে আকরামের হাতে পারফিউম তুলে দেন লি৷

ট্যাগ: bdnewshour24 আকরাম পারফিউম ব্রেট লি