banglanewspaper

একেবারে নতুন রূপে শ্বেতা তিওয়ারি। একের পর এক চুম্বন দৃশ্যে ঝড় তুলেছেন তিনি। প্রকাশ্যে এলো ওয়েব সিরিজ ‘হাম তুম অউর দেম’-এর ট্রেলার। আর সেই ট্রেলারে রীতিমত সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাকে।

শনিবার মুক্তি পায় হাম তুম অউর দেম-এর ট্রেলার। যেখানে শ্বেতা তিওয়ারির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে অক্ষয় ওবেরয়কে। যেখানে দুই প্রাপ্ত বয়ষ্ক মানুষের বিয়ে ভাঙার পর তাদের ভালবাসার নতুন মানুষের সঙ্গে সন্তানদের জীবনের টানাপোড়েন কে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

‘হাম তুম অউর দেম’-এর মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় প্রথম পা রাখলেন শ্বেতা। একসময় টেলিভিশন দুনিয়া কাঁপিয়ে বেড়িয়েছেন তিনি। শুধু ট্রেলারেই অন্তত তিনটি চুম্বন দৃশ্য রয়েছে অভিনেত্রীর, সঙ্গে শয্যা দৃশ্যও।

সম্প্রতি দ্বিতীয় স্বামী অভিনব কোহলির বাড়ি থেকে ছেলে এবং মেয়েকে নিয়ে পৃথকভাবে থাকতে শুরু করেছেন শ্বেতা তিওয়ারি। মায়ের গরহাজিরায় অভিনব তার মেয়ে পলককে নানাভাবে হেনস্থা করছেন, অশ্লীল কথা বলতেন বলে অভিযোগ করেন শ্বেতা। শুধু তাই নয়, অভিনব তার গায়ে হাত তোলেন বলেও অভিযোগ করে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন এই অভিনেত্রী।

ট্যাগ: bdnewshour24 ভিডিও