banglanewspaper

একবারের ব্যতিক্রম বাদ দিয়ে আবারো পুরানো হাতেই ফিরতে পারে ব্যালন ডি’অর পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, বার্সেলোনার ফুটবল জাদুকর লিওনেল মেসির হাতেই উঠতে যাচ্ছে চলতি বছরের এ সম্মান।

তবে, ফাঁস হওয়া ছবির ফলাফল কতটা সত্য তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় আজ রাতে প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। বিশ্বের ১৮০ জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা ফুটবলার বেছে নিতে ভোট দেবেন। আর তাদের সঙ্গী হবেন জাতীয় দলগুলোর কোচ এবং অধিনায়কেরা।

যদিও ইতোমধ্যে পুরস্কারটির ফলাফল নিয়ে বেশ তুলকালাম শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই আগাম শুভেচ্ছাও জানিয়েছেন লিও মেসিকে। গত লা লিগায় ৩৬ গোল করে বার্সাকে শিরোপা জেতানোয় এ পুরস্কারের জন্য মেসিকেই যোগ্য বলে মানছেন তারা।

এদিকে ইউরোপিয় গণমাধ্যমে গুঞ্জন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের থাকবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। পুরস্কারটা নিজে পাবেন না জেনেই প্যারিসে যাওয়া থেকে বিরত থাকছেন সি আর সেভেন।

ট্যাগ: bdnewshour24 মেসি