banglanewspaper

দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন আগামী সপ্তাহ থেকেই দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে চলতি বছরের ৩০ জুনের মধ্যে তথ্য অধিদফতরে অনলাইন গণমাধ্যমসমূহকে নিবন্ধনের আবেদন ফরম জমা দেয়ার অনুরোধ করা হয়। পরে আবেদন গ্রহণের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। 

২০১৫ সালের ৯ নভেম্বর এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানিয়েছিল, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও অপসাংবাদিকতা রোধ অনলাইন গণমাধ্যমসমূহকেও নিবন্ধনের আওতায় আনা হবে। এজন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দেয়ার অনুরোধ করা হয়। ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে সব অনলাইন পত্রিকাকে আবেদন করতে বলা হয়। 

এর পর আরও কয়েক দফা সময় বাড়ানো হয়। নিবন্ধন পেতে এরইমধ্যে ২ হাজারেরও বেশি অনলাইন নিউজ পোর্টালের আবেদন ফরম তথ্য অধিদফতরে জমা পড়েছে।
 

ট্যাগ: bdnewshour24 তথ্যমন্ত্রী