banglanewspaper

পরিণীতি চোপড়ার নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এর মুক্তির দিন স্থির হয়ে গেল। ছবিটি মুক্তি পাচ্ছে ২০২০ সালের মে মাসে। পওলা হকিংয়ের বেস্ট সেলিং উপন্যাসের উপর নির্ভর করে হলিউডে এর  আগে একই নামে নির্মিত হয়েছিলো ছবিটি। বিখ্যাত এই হলিউড থ্রিলারের বলিউড রিমেক করেছেন পরিচালক ঋভু দাশগুপ্ত।

সম্প্রতি ট্যুইটারে ছবি মুক্তির খবর জানানোর পাশাপাশি এই সিনেমার বেশকিছু দৃশ্যের ছবিও পোস্ট করেছেন পরিণীতি।  কোনও ছবিতে দেখা যাচ্ছে পরিণীতির মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে তার হাতে পিস্তল। 

কয়েক মাস আগেই লন্ডনে ছবির শ্যুটিং শেষ করেছেন পরিণীতি। ছবিতে রয়েছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি। 

তবে পরিণীতি এই মুহূর্তে সাইনা নেহালের বায়োপিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি। তবে ছবির শুটিংয়ের সময় ব্যাডমিন্টন খেলার দৃশ্য করতে গিয়ে ঘাড়ে চোট পান তিনি। এরপর টানা দশ দিনের বিশ্রাম দেন চিকিৎসক। বুধবার থেকে শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। প্রায় ৮ ঘন্টা ব্যাডমিন্টন খেলতে হবে তাকে।

ট্যাগ: bdnewshour24 ব্যাডমিন্টন