banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস প্রমুখ। এ পেঁয়াজ কেনার জন্য জনসাধারণ লম্বা লাইন দেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিসিবির একজন ডিলারের মাধ্যমে নড়াইল জেলার জন্য তিন টন পেঁয়াজ বরাদ্ধ দেয়া হয়েছে। এসব পেঁয়াজ খোলা বাজারে ৪৫ টাকায় কেজিতে বিক্রি শুরু হয়েছে। তবে বাজারে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।

ট্যাগ: bdnewshour24 নড়াইল মাশরাফি