banglanewspaper

এবার দুর্নীতি দমন কমিশন (দুদক) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে এইচ এম রাশেদ সরকার নামের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের এক লাখ টাকাসহ উত্তরার বিএফসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। লাইসেন্স যাচাই পূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘুষ নেন তিনি।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ পেতে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। 

এই ঘটনায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা হবে বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য।

ট্যাগ: bdnewshour24 সিভিল এভিয়েশন