banglanewspaper

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার দিবাগত গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, রাত একটার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত হয়। নিখোঁজ হন বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তির জন্য পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তি কোন লঞ্চের যাত্রী ছিলেন তাও জানা যায়নি।

ট্যাগ: bdnewshour24 মেঘনা লঞ্চের সংঘর্ষ