banglanewspaper

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক বেঁদের বর্শিতে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে।

শুক্রবার বিকালে জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল পদ্মার শাখা নদীতে বেঁদে সম্প্রদায়ের হাসিনা সওদাগারের বর্শিতে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা বিশাল মাছটি  দেখার জন্য ভিড় জমান। 

এ সময় উপজেলার কামারখাড়া গ্রামের কামাল সেখ মাছটির মূল্য ১৫ হাজার টাকা বললে ওই শিকারী জেলে মাছটি বিক্রি না করে ফের মাছ নিয়ে নদীতে চলে যান।

এই মৌসুমে নদীতে এক ধরনের বর্শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করেন জেলেরা। কিন্তু ওই ছোট মাছ শিকারের বর্শিতে বড় কাতলা মাছ ধরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক সময় উৎসুক জনতার আগ্রহে মাছটিকে হাসাইল মৎস্য আড়তের কাছে নেয়া হলে এর মূল্য ৮০হাজার টাকা হাকাঁ হয়।

ট্যাগ: bdnewshour24 বেঁদের বর্শি