banglanewspaper

পর্দায় অনেকের সঙ্গে বিয়ে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এবার কলকাতার জনপ্রিয় এই নায়িকা কম বয়সী বনি সেনগুপ্তের সঙ্গে রোমান্স করবেন। রাজা চন্দ পরিচালিত ছবিটির নাম ‘বিয়ে বিয়ে খেলা’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, আগাগোড়া মজার ছবি ‘বিয়ে বিয়ে খেলা’। চিত্রনাট্যের বুননেই রয়েছে আসল চমক। সোমবার থেকে শুরু হতে চলেছে শুটিং।

শুধু বনির সঙ্গে নয় প্রথমবার রাজা চন্দের পরিচালনাতেও কাজ করছেন শ্রাবন্তী। অন্যদিকে পাঁচ বছরের ক্যারিয়ারে মূলত কৌশানি মুখোপাধ্যায় ও ঋত্বিকার সঙ্গেই কাজ করতে দেখা গিয়েছে বনিকে। একটি ছবিতে তার নায়িকা ছিলেন ঢাকার মাহিয়া মাহি।

এদিকে সামনেই মুক্তি পাবে শ্রাবন্তীর নতুন ছবি ‘উড়ান’। বয়সে ছোট সাহেব ভট্টাচার্যের সঙ্গে দেখা যাবে তাকে। এই ছবির কাহিনিতে পানীয় জল নিয়ে লড়াই করবেন নায়িকা।

বিয়ের পর থেকেই শ্রাবন্তীর ছবির নির্বাচন জানান দিচ্ছে গতানুগতিক ধারা থেকে বের হতে চাইছেন তিনি। অপেক্ষাকৃত অন্য ধরনের ছবিতেই মনোযোগ তার।

বাংলাদেশেও ভীষণ জনপ্রিয় শ্রাবন্তী। শাকিব খানের সঙ্গে উপহার দিয়েছেন ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’। তাহসান ও তাসকিনের সঙ্গে করেছেন ‘যদি একদিন’।

সামনে বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। শামীম আহমেদ রনির পরিচালনায় শান্ত খানের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে শ্রাবন্তীর অংশের দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। ওই ছবিতে আইটেম গান করেছেন বলিউডের সানি লিওন।

ট্যাগ: bdnewshour24 শ্রাবন্তী