banglanewspaper

ঢাকাই সিনেমার জন‌প্রিয় না‌য়িকা অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে। অভিনয়ের পাশাপাশি নানান সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন করে থাকনে তিনি। এবার আর উদ্বোধন নয়, নিজেই ‘এপিজে ফ্লোর’ নামের নতুন একটি প্রতিষ্ঠান শুরু করলেন অপু।

রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের বি-ব্লকের ৫৮ নম্বর বাসায় অপুর নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর ‘এপিজে ফ্লোর’-এর উদ্বোধন করেছেন জন‌প্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ।

নায়িকা অপু বিশ্বাস নতুন প্রতিষ্ঠান সম্পর্কে জানালেন, ‘এপিজে ফ্লোর’-এ থাকছে বিউটি পার্লার, ফটো স্টু‌ডিও এবং ডান্স‌ ফ্লোর। এখানে নতুনদের প্রশিক্ষণ ও কাজের সুযোগ থাকছে। তাদের জন্যই এটা করা হয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা আরো বলেন, ‘এখন অনেক ছেলেমেয়ে নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন- ফটোগ্রা‌ফি, বিউটিশিয়ান ও কো‌রিওগ্রাফি। আমরা তাদের এক‌টা কাজের ক্ষেত্র তৈ‌রি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম রেমুনেশনের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবে।’

ট্যাগ: bdnewshour24 অপু