banglanewspaper

নিষিদ্ধ হচ্ছেন জামাল ভূইয়া!নেপালের কাছে হেরে এসএ গেমসে শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সে ম্যাচের একেবারে শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া।

লালকার্ড পাওয়ার পর রেফারি ও লাইন্সম্যানের সঙ্গে বাজে আচরণ করেন জামাল। ফিফা নীতিবিরুদ্ধ এসব আচরণের দায়ে এবার নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপরই এখন ঝুলে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এ অধিনায়কের ভাগ্য।

সে ম্যাচে জামাল ভূঁইয়া যেভাবে তেড়ে এসে ফাউল করেছেন এবং মাটিতে শুয়ে থাকা খেলোয়াড়ের শরীরে পা স্পর্শ করিয়েছেন, ফিফার আইন অনুযায়ী সেটা খুবই খারাপ আচরণ।

এছাড়াও লাল কার্ড দেখার পর স্বয়ং প্রধান রেফারি ও সহকারী রেফারিকে ধাক্কাও মেরেছেন জামাল। এখন ম্যাচ কমিশনারের প্রতিবেদন পাওয়ার পর এএফসির ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবেন। অপরাধ প্রমাণিত হলে ৫ থেকে ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া। একইসঙ্গে গুণতে হতে পারে আর্থিক জরিমানাও।

ট্যাগ: bdnewshour24 জামাল ভূইয়া