banglanewspaper

চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাবে সালমানের ‘দাবাং-৩’ সিনেমা। এই সিনেমাতে দুর্ধর্ষ অ্যাকশন করতে দেখা যাবে সালমান খানকে। সেই ব্যাপারে আগেই জানান দিয়েছিলেন অভিনেতা। ‘দাবাং-৩’-তে সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণের বড় অভিনেতা সুদীপকে। যিনি এই সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।

সূত্রের খবর, এই সিনেমাতে সালমান ও সুদীপকে হাতাহাতি লড়াই করতে দেখা যাবে। পাশাপাশি সালমান একা হাতে ডামির ব্যবহার না করে মোট ৫০০ লোকের সঙ্গে হাতাহাতি লড়াই করেছে বলে জানা গিয়েছে। তারই সঙ্গে মোট ১০০ টি গাড়ির ভাঙা ও বিস্ফোরনের দৃশ্যও দেখানো হবে বলে জানা গিয়েছে। 

আপাতত সোস্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে ‘দাবাং-৩’ গান। এই সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন সায়ী মঞ্জেরকার। এই সিনেমাতে বিনোদ খান্নার জায়গায় অভিনয় করতে দেখা যাবে প্রমোদ খান্নাকে। যিনি ‘দাবাং-৩’-তে সালমানের বাবার চরিত্রে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। সালমান, সুদীপ, সায়ী ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে ডিম্পেল কাপাডিয়া ও আরবাজ খানকে।

‘দাবাং-৩’ পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন খোদ সালমান খান।

ট্যাগ: bdnewshour24 সালমান