banglanewspaper

পেঁয়াজের অস্বাভাবিক দামবৃদ্ধি ভোগাচ্ছে সাধারণ নাগরিকদের। পেঁয়াজের দামবৃদ্ধির কারণে সুবিধায় আছেন ভারতের এক মোবাইল বিক্রেতা। স্মার্টফোন কিনলে পেঁয়াজ ফ্রি এ ঘোষণা দেয়ার পর তার দোকানে ক্রেতাদের হিড়িক। বিক্রিও বেড়েছে কয়েকগুণ।

তামিলনাড়ুর একটি দোকানে সম্প্রতি ঘোষণা দেয়া হয় স্মার্টফোন কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি। এর পর ওই দোকানে ক্রেতাদের ভিড় লেগে গেছে।

এসটিআর শোরুমের মালিক সারাভানা কুমার ভেবেছিলেন যে ফোন কিনলে বিনামূল্যে পেঁয়াজ দেয়ার এই আইডিয়াটি তার দোকানের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। তিনি দাবি করেন যে, গত সপ্তাহে শুরু হওয়া এই অস্বাভাবিক স্কিমটি আরও বেশি ক্রেতাকে তার দোকানের দিকে আকৃষ্ট করেছে।

সারাভানা দ্য হিন্দুকে বলেন, ‘অফারটি আরও বেশি করে গ্রাহক নিয়ে এসেছে। সাধারণত আমি দিনে মাত্র তিন থেকে চারটি মোবাইল হ্যান্ডসেট বিক্রি করি। তবে ঘোষণার পরে গত দু'দিনে বিক্রি বেড়েছে, দিনে ১০টি মোবাইল হ্যান্ডসেট বা তারও বেশি বিক্রি করতে পেরেছি।’

অফারটিতে গ্রাহকদের ছোট এবং বড় পেঁয়াজের মধ্যে বেছে নেয়ার বিকল্পও দেয়া হয়েছে বলে জানান সারাভানা কুমার।
তামিনাড়ুতে এখন পেঁয়াজের কেজি ১৮০ টাকা। এ কারণেই রাজ্যটিতে পেঁয়াজের জন্য হাহাকার। সেই সুযোগ গ্রাহকরা মুঠোফোন কিনে ফ্রি পেঁয়াজের অফারটি গ্রহণ করছেন।

ট্যাগ: bdnewshour24 স্মার্টফোন