banglanewspaper

দুর্নীতি মামলায় খালেদা জামিন আবেদন খারিজ করে দেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন এটা সম্পূর্ণ আদালতের বিষয়।

খালেদা জিয়ার মামলা কোনো রাজনৈতিক নয়, এটা দুর্নীতির মামলা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তিনি।

এর আগে, সকালে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময়, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে দুর্নীতির শুদ্ধি অভিযান চলছে, যারা অপকর্মকারী বা অপরাধী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় খালেদা জিয়ার জামিনের বিষয় সম্পূর্ণ আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ট্যাগ: bdnewshour24 খালেদা