banglanewspaper

দেশের মানুষের ভাগ্য নিয়ে ভবিষ্যতে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই দায়িত্ব তরুণ সমাজকে নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যাপারে  প্রজন্মের পর প্রজন্ম ধরে সচেতন থাকতে হবে বলেও তাগিদ দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘এই এখানে আমরা দেখি সেই মীর জাফর, মোস্তাক থেকে শুরু করে বেইমানের জন্ম বার বার হয়েছে। খুনী জিয়াউর রহমানের মতো বেইমানের জন্ম বারবার হয়েছে। কিন্তু ভবিষ্যতে আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই দায়িত্ব বাংলাদেশের জনগণকে নিতে হবে।’

শনিবার ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় ছিল- যারা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে তাদেরকে মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আর জাতির পিতা হত্যাকারী- যারা আত্মস্বীকৃত, একসময় গর্ব ভরে বলেছিল কে তাদের বিচার করবে? রশিদ ফারুকের কণ্ঠে বিবিসিতে তাদের এ ইন্টারভিউ আছে। সেই খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।’

ট্যাগ: Bdnewshour24