banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে মুজিব বর্ষকে সামনে রেখে বিসিক শিল্প নগরীতে আয়োজিত তিনদিন ব্যাপী শিল্প মেলা শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় মেলায় অংশগ্রহণকারী শিল্প উদ্যোক্তাদের সম্মননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে এই শিল্প মেলার সমাপ্তি টানা হয়।

এ উপলক্ষে আয়োজিত মেলা চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক তামান্না রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী ও শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা।

নাটোর বিসিক ষ্টেট এর জেলা ব্যবস্থাপক দিলরুবা দিপ্তির সভাপতিত্বে মেলায় আরও বক্তব্য রাখেন, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, মোঃ হাসমান আলী, আবদার রহমান, আশরাফুজ্জামান এবং মোঃ আব্দুস সাত্তার।

নাটোর বিসিক শিল্প নগরীর বিভিন্ন সামগ্রী প্রস্তুতকারী মোট ৩০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে মেলা চত্বরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ: bdnewshour24 নাটোর