banglanewspaper

জনগণের ভোটের বিজয়ী হতে পারে এমন ব্যক্তিতেই ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে আওয়মী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিতর্কিত কেউ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়ক চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দুই সিটি করপোরেশনে জনগণের ভোট পেয়ে বিজয়ী হতে পারে এমন প্রার্থীকেই দল থেকে মনোনয়ন দেয়া হবে।

ঢাকার দুই সিটির নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় নির্মাণ প্রতিষ্ঠানকে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুতগতিতে শেষ করার তাগিদ দেন সেতুমন্ত্রী।

ট্যাগ: bdnewshour24 বিতর্কিত কাদের