banglanewspaper

জাপানের টোকিওর টোয়েসু মৎস্য বাজারে নববর্ষের প্রথম দিনে প্রতিবছরই মাছের নিলাম হয়। এটাই সেখানকার ঐতিহ্য। এবারও নিলাম হলো ২৭৬ কেজি ওজনের সামুদ্রিক টুনা মাছের। নিলামে যার দাম উঠল ১২ কোটি ৯১ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়েছে সাড়ে চার লাখ টাকা।

নিলামে সবাইকে টেক্কা দিয়ে মাছটি কিনেছেন টোকিওর এক রেস্তোরাঁ চেনের মালিক। তবে জাপানে টুনা মাছের এটাই রেকর্ড দাম নয়। এর আগে ২০১৩ সালে নববর্ষের নিলামে একটি টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়।

মাছটি সম্প্রতি ধরা পড়েছিল জাপানের আওমরি এলাকায় মৎস্যজীবীদের জালে।

ট্যাগ: bdnewshour24 মাছ