banglanewspaper

ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে সিঙ্গাপুরে।  চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৬টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের প্রথম কেমোথেরাপিও দেওয়া হয়েছে। 

সব শেষে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চিকিৎসা শেষ করে দেশে ফেরার কথা ছিলো তার। তবে ফেব্রুয়ারিতে দেশে ফেরা হবে না তার। চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। এখনো ৭টি কেমো দেওয়া বাকি। 

বিষয়টি নিশ্চিত করে এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, শারীরিক নানা সমস্যার কারণে এন্ড্রু কিশোরের কেমোথেরাপি বন্ধ রাখা হয়েছে। শরীরের এই সমস্যাগুলো দূর না হলে কেমোথেরাপি দেওয়া সম্ভব নয়।

এমনকি, গত একমাস হাসপাতাল থেকে ওখানকার (সিঙ্গাপুরের) বাসাতেও ফেরা হয়নি এন্ড্রু কিশোরের। 

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন।

ট্যাগ: bdnewshour24 এন্ড্রু কিশোর