banglanewspaper

স্বামী আনন্দ আহুজা লন্ডনপ্রবাসী ব্যবসায়ী তাই বলিউড অভিনেত্রী সোনম কাপুর সারাবছর মুম্বাই আর লন্ডনে আসা-যাওয়ার মধ্যে থাকেন। লন্ডনে বেশিরভাগ সময় উবারে চলাফেরা করেন তিনি। কিন্তু এবার এ নিয়ে ভীতিকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে তাকে।  

আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোনম লিখেছেন, ‘লন্ডনে উবারে চড়তে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম।’

সোনম আরও লিখেছেন, ‘প্লিজ সাবধানে থাকুন। সবচেয়ে ভালো ও নিরাপদ হলো গণপরিবহন কিংবা স্থানীয় ক্যাব ব্যবহার করা। আমি থরথর করে কাঁপছি।’

ব্লগার ও কলামিস্ট প্রিয়া মুলজির মন্তব্যের উত্তরে সোনম জানান, ওই উবার চালক ভারসাম্যহীন ছিল। তার কথায়, ‘গাড়িচালক অতিমাত্রায় অস্থির ছিল। সে জোরে জোরে চিৎকার করেছে। একপর্যায়ে তো আমার গায়ে কাঁপুনি ধরে গিয়েছিল।’

উবার অ্যাপের মাধ্যমে ঘটনাটি অবহিত করতে চেয়েছিলেন সোনম। কিন্তু পেরে ওঠেননি। তাই এই রাইড শেয়ারিং অ্যাপকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আপনাদের অ্যাপে অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন উত্তর এসেছে। আপনাদের সিস্টেম আপডেট করা জরুরি। ক্ষতি যা হওয়ার হয়েছে। আপনারা এখন আর কিছুই করতে পারবেন না।’


২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। গত বছর লন্ডনে স্বামীর বাড়িতে বড়দিন উদযাপন করেন তিনি। তাকে সবশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারেনি এটি।

ট্যাগ: bdnewshour24 সোনাম কাপুর লন্ডন