banglanewspaper

পাকিস্তানে ভয়াবহ তুষারপাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।পাকিস্তানের বিস্তির্ণ অঞ্চল জুড়েই এমন তুষারপাত চলছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী তুষারপাত হবে। ফলে এই পরিস্থিতিতে অবস্থা খুবই খারাপ হবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে, বেলুচিস্তান সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে। সেখানে ২৩ জন আহত হয়েছেন। আজাদ কাশ্মীরে হিমবাহ ধসে ৭৭ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। এছাড়া, খাইবার-পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে মারা গেছে পাঁচজন।

ভয়াবহ তুষারপাতের কারণে পাকিস্তানের অন্তত ২৩৬টি বাড়ি ভেঙে পড়েছে। যার মধ্যে আজাদ কাশ্মীরে ধ্বংস হয়েছে অন্তত ২০০ বাড়ি। খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে বিধ্বস্ত হয়েছে ৩১টি ঘরবাড়ি।

ট্যাগ: bdnewshour24 ভয়াবহ তুষারপাত পাকিস্তান নিহত বেড়ে ১০৪