banglanewspaper

সীমান্তে মিয়ানমারের স্থল মাইন স্থাপন, টেকনাফ-উখিয়ার পাহাড়ি অঞ্চলে রোহিঙ্গা বসতিসহ নানা সমস্যায় পড়ে বন্য হাতির পাল ক্রমশ লোকালয়মুখি হয়ে পড়ছে। ফলে হাতির তাণ্ডবে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি বাড়ছে প্রাণহানির শঙ্কা। গত ৬ মাসে বৃহত্তর চট্টগ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। সেই সঙ্গে প্রতিবন্ধকতায় পড়ে মারা গেছে ৩টি হাতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এইচ এম রায়হান সরকার বলেন, শরণার্থী শিবিরের জন্য বন্য হাতি চলাচলের দুটি করিডোর বন্ধ হয়ে গেছে। এ কারণেই হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব।

সরকারি বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, গত ৬ মাসে বৃহত্তর চট্টগ্রামে হাতির আক্রমণে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত নভেম্বর মাসে লোকালয়ে হাতির আক্রমণে বোয়ালখালীতে ৫ জন ও লোহাগড়ায় ১ জনের মৃত্যু হয়। চলতি মাসে আনোয়ারায় আরও একজন মারা গেছে।

বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনো ৩০ থেকে ৪০টি হাতির অবস্থান রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

ট্যাগ: bdnewshour24 চট্টগ্রামে বন্যহাতির আক্রমণ