banglanewspaper

নিরাপত্তাজনীত কারণে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করলেন বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিম। তবে আপাতত শুধু মাত্র টি-২০ সিরিজের জন্য পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর। পরবর্তী টেস্ট ও ওয়ান ডে সিরিজ নিয়ে এখনও কিছু জানননি তিনি।

বাংলাদেশের ক্রিকেটাররা আপাতত পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে বেঁকে না বসলেও সিনিয়র এই তারকা নিজের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচক প্রধানকে। 

সংবাদ সংস্থা এএফপি’কে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, ‘মুশফিকুর আমাকে ফোন করে জানিয়েছে যে ও পাকিস্তানে যেতে চায় না। আমরা লিখিতভাবে ওর সিদ্ধান্তের কথা জানাতে বলেছি। চিঠি পেলে ওকে আমরা সরকারিভাবে সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নেব।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে রাজশাহী রয়ালসের কাছে ২১ রানে হেরে যায় মুশফিকের খুলনা টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সম্মুখীন হোন পাকিস্তান সফরে না যাওয়া নিয়ে প্রশ্নের।

পাকিস্তান প্রসঙ্গ উঠতেই মুশফিকের কড়া জবাব, যাচ্ছি না মানে যাচ্ছি না। এ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কিছু নেই।

তবে কি কারণে যাচ্ছেন না মুশফিক সেটাও জানিয়েছেন পরিষ্কার ভাবে। একে তো পারিবারিক নিষেধাজ্ঞা, তার উপর নিরাপত্তা শঙ্কা নিয়ে চাপ সামলে ভালো খেলাও সম্ভব না বলে জানিয়েছে তিনি।

আর এর অর্থ, মুশফিকুর লিখিতভাবে বোর্ডকে পাকিস্তানে না যাওয়ার কথা জানালেই তিনি টি-২০ সিরিজ থেকে বাইরে চলে যাবেন। এখন দেখার যে, পরের দু’টি পর্বে টেস্ট ও ওয়ান ডে সিরিজ নিয়ে মুশফিকুর কী সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, তিন দফায় তিনটি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। শুরুতে ২৪-২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে দু’দেশের মধ্যে।পরে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলেতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। শেষে ৩-৯ এপ্রিল একটি টেস্ট ও একটি ওয়ান ডে খেলেতে পাক ভূ-খণ্ডে পা দেবে টাইগাররা।
 

ট্যাগ: bdnewshour24 মুশফিক