banglanewspaper

বিবিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনির বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে স্বেচ্ছায় বাইরে রয়েছেন সাবেক অধিনায়ক ধোনি। বিশ্বকাপের পর ধোনিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা সিরিজের পর এখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছেন বিরাট কোহলিরা।

প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করেছেন।

ট্যাগ: bdnewshour24