banglanewspaper

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ভারতের মুম্বাই-পুণে এক্সপ্রেস হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক সূত্রের খবর খালাপুর টোল প্লাজার কাছে তার গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। 

ঘটনাটি ঘটে দুপুর সাড়ে তিনটে নাগাদ। সঙ্গে সঙ্গে তাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, শাবানা গুরুতর আহত ঠিকই, তবে সম্পূর্ণরূপে বিপদমুক্ত। আপাতত তিনি স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। 

সূত্রের আরও খবর যে, শাবানার স্বামী অর্থাৎ জাভেদ আখতারও তার সঙ্গে ওই গাড়িতেই যাত্রা করছিলেন। তবে পুলিশের কাছে এখনও অবধি পরিষ্কার নয় যে, ঠিক কোথায় জাভেদ এবং শাবানা যাচ্ছিলেন!

গতকালই ছিল জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন। বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির কাছের বেশ কিছু মানুষজনকে সঙ্গে নিয়েই স্বামীর জন্মদিন সেলিব্রেট করছিলেন শাবানা। আর তারপরই এদিন এই ভয়াবহ দুর্ঘটনা।

ট্যাগ: bdnewshour24