banglanewspaper

'ধাক্কা বের করে না দেয়া পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি অবসরে যাবেন না' বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা কামাল রশিদ খান।

টুইটারে ধোনিকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সেই মন্তব্যের জেরে টুইটারে ঝড় উঠেছে।অভিনেতা কামাল রশিদ খানকে এক হাত নিচ্ছেন ধোনিভক্তরা।

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে স্বেচ্ছায় বাইরে রয়েছেন সাবেক অধিনায়ক ধোনি। তাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলংকা সিরিজের পর এখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে বিরাট কোহলির দল।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম চুক্তি থেকে বাদ পড়লেন তিনি।

এর পরও অবসর নেয়ার কোনো ঘোষণা দেননি ধোনি। তিনি আর জাতীয় দলে খেলবেন কিনা সেটি নিয়েও অনিশ্চিয়তা কাটছে না।

এ বিষয়ে দেশটির ক্রিকেটার থেকে শুধু করে বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিয়ে চলেছেন।

আর ঠিক এই সময় বলিউড অভিনেতা কামাল রশিদ খান নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন– ‘বোর্ড ধোনিকে ছুড়ে ফেলে দিয়েছে। এটিই নিয়ম। অতীতেও এমনটি ঘটেছে। নতুনরা এলে পুরনোদের ঝেড়ে ফেলা হয়। কিন্তু ধোনির মুখে অবসরের নামগন্ধ নেই। তিনি এখন সেই ক্রিকেটারদের অনুসরণ করেছেন, যাদের নিয়ম ছিল– যতক্ষণ না ধাক্কা মেরে বের করবে, ততক্ষণ বেরোবে না। এটি খুবই দুঃখজনক!

ধোনিকে নিয়ে এমন টুইট করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হচ্ছেন কামাল রশিদ। ধোনিকে অবসরের পরামর্শ দেয়ার যোগ্যতা তার নেই বলে মত দিয়েছেন কেউ কেউ।

ক্রিকেটে নয়; নিজের চরকায় তথা অভিনয় জগতে মনোযোগ দিতে কামালকে পরামর্শ দিয়েছেন অনেকে।

ট্যাগ: bdnewshour24 মহেন্দ্র সিং ধোনি অবসর ক্রিকেট