banglanewspaper

ফরহাদ খান, নড়াইল ঃ সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি আকিদুল ইসলামের মেয়ে তাকিয়া খানমের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার জয়পুর কবরস্থানে গিয়ে নিহত তাকিয়ার কবর জিয়ারত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য  ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল কবির চন্দনের মায়ের কবর জিয়ারত করেন তারা। এ সময় দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

গত ৬ জানুয়ারি সকালে ফরিদপুর জেলার সদর উপজেলার করিমপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়। এর মধ্যে ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের শরিফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, তাদের আত্মীয় নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি আকিদুল ইসলামের মেয়ে তাকিয়া খানম, মাইক্রোবাস চালক নড়াইলের বুড়িখালি গ্রামের নাহিদসহ ছয়জন নিহত হয়। 

ট্যাগ: bdnewshour24 নড়াইলে দুর্ঘটনা নিহত বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ