banglanewspaper

লেন্ডল সিমন্সের ব্যাটিং ঝড়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ের ফলে সিরিজ ১-১ ড্র হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে জিতেছিল আয়ারল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ওপেনার লেন্ডল সিমন্স ৪০ বলে ৫টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৯১ রান করে অপরাজিত থাকেন।

অপর ওপেনার ২৫ এভিন লুইস ৪৬ করে আউট হন। ১ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। আয়ারল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি নেন সিমি সিং।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৩৮ রান করে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে ১৮ বলে ৩৬ করেন কেভিন ও’ব্রাইন। 

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন কাইরন পোলার্ড। ৩.১ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। এছাড়া শেফার্ড ১টি ও রাদারফোর্ড ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন লেন্ডল সিমন্স।

ট্যাগ: bdnewshour24 সিরিজ ড্র ক্যারিবীয়