banglanewspaper

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ছোট মডেল বায়োগ্যাস প্ল্যান্ট, ডিএনএ এর অনুরুপ চিত্রকল্প, কঠিন মাধ্যমে শব্দের গতিবেগের পরীক্ষা, উদ্ভিদের অভিশ্রবন ও প্রশ্বেদনের পরীক্ষা, বিজ্ঞান পাঠ কেন প্রয়োজনীয়, আকাশ রাতে অন্য রং না হয়ে কালো হয় কেন, রংধনুর সাথে বৃষ্টির সম্পর্কসহ নানা দিক তুলে ধরে ব্যতিক্রমসব আয়োজনের মাধ্যমে বিজ্ঞানের শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষে "এক রঙ্গা এক ঘুড়ির"-র আয়োজনে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বই পাঠ উৎসব এবং কুইজ প্রতিযোগীতা।

সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ে জাপানের একটি এনজিওর অর্থায়নে এবং এক রঙ্গা এক ঘুড়ির প্রতিষ্ঠাতা এবং সমাজকর্মী নীল সাধুর সার্বিক সহযোগিতায় চলে এ অনুষ্ঠান।

কলামিস্ট সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, কলামিস্ট ও সংবাদকর্মী সোলায়মান মোহাম্মদ, এক রঙ্গা এক ঘুড়ীর এক্সিকিউটিভ মেম্বার শিমুল মাসুদ, লেখক ও প্রকাশক খন্দকার সায়েম, সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, খুদে লেখক নিতু চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন বই পড়তে দেয়া,উন্মুক্ত কুইজ প্রতিযোগীর আয়োজন, শিক্ষার্থীদের আনন্দ নিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা-অজানা কুইজ প্রতিযোগীতাসহ নানা বিষয় নিয়ে মেতে উঠে শতশত শিক্ষার্থী।

ট্যাগ: bdnewshour24 শ্রীপুর