banglanewspaper

একটা সময় অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কেটেছে এক ব্যক্তির। ধার দেনা করে চলতে হতো তাকে। এমনকি ফকিরের মতো জীবন কেটেছে তার। হঠাৎ করে একদিন অনেক টাকার মালিক হয়ে যায় সে।

এমনই গল্পের ‘ছাপ্পর ফাইরা দিছে’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান।

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ এ নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন দর্শকনন্দিত অভিনেতা জাহিদ হাসান ও ফারিয়া শাহরিন।

সম্প্রতি রাজধানীর তিনশ’ ফিট ও গুলশানের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশনে চ্যানেলে প্রচার হবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শুভ্র খান বলেন, নাটকের মূল প্রেক্ষাপটে গড়ে ওঠেছে একজন অসহায়, গরিব মানুষ হঠাৎ করে ধনী হলে কেমন আচার-আচরণ প্রভাব বিস্তার করে তার ওপর। হঠাৎ করে সে অনেক টাকার মালিক হলে তার মাঝে কী ধরনের পরিবর্তন আসে তাই নাটকটির গল্পে দেখা যাবে।

ট্যাগ: bdnewshour24 ফকির কোটিপতি জাহিদ হাসান