banglanewspaper

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ছিল একজন কুলাঙ্গার। সে বিচার বিভাগের চেয়ারটা কলুষিত করেছে। তাকে মাজায় দড়ি লাগিয়ে এদেশে আনা হবে।’

শনিবার সকাল সাড়ে ১০ টায় সিলেটের এম সাইফুর রহমান অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধিজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মৌলভীবাজারের চার উপজেলা সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়।

সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে ও জেলা শিশু কর্মকর্তা জসীম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২-আসনের সংসদ সদস্য ও উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার ৩-আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 সিনহা কোমরে দড়ি মুক্তিযুদ্ধমন্ত্রী