banglanewspaper

এ বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’র।

আমিরের আগে এই স্লট বুক করেছিলেন অক্ষয়। কিন্তু এ দিন সকালে টুইট করে আমির জানিয়েছেন, অক্ষয় ও তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি অনুরোধ করেছিলেন, অক্ষয়ের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। অক্ষয় তার সেই অনুরোধ রেখেছেন।

বলিউডে এটাই প্রথমবার নয়। 

অক্ষয় টুইটে লিখেছেন, ‘তোমার জন্য যেকোনও দিনেই আসতে পারি, আমির। আফটার অল, আমরা তো বন্ধু...’ 

অক্ষয়কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। 

ট্যাগ: bdnewshour24 আমির ছবির মুক্তি অক্ষয়