banglanewspaper

লালমনিরহাট  প্রতিনিধিঃ শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তীব্র শীতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় চরম বেকায়দায় পড়েছে দরিদ্র পরিবারের মানুষ। অভাবের তাড়নায় অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষদের খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণ করতেও দেখা গেছে।  দিন-রাত ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের বিভিন্ন জনপদ, সাথে বৃষ্টির মতো শিশির পড়েছে সেই জনপদগুলোতে।

হিমেল হাওয়ায়, কাপড়ের অভাবে দেহে কাঁপন ধরেছে।এমন অবস্থায় সেসব দরিদ্র মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৯ নং ওর্য়াডের ছাত্রলীগের সভাপতি সবুজ রায়।  

গতকাল রাত ৮টা থেকে  ১০ টা পর্যন্ত মদাতী ইউনিয়নের শ্রীখাতা ও ব্রাক্ষণপাড়া এলাকায় গরীব ও শীতার্ত ১৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সবুজ রায়। 

সবুজ রায়  বলেন, “আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করি। আমার রাজনীতি আমাকে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। সে শিক্ষা থেকেই আমি ১৫ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। তবে এখানেই শেষ নয়, শীতার্তদের মাঝে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

ট্যাগ: bdnewshour24 অসহায় শীতার্ত সবুজ রায়