banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা গ্রামে নুরুন্নাহার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা যোদ দেন। 

নুরুন্নাহার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এএসপি মো. মুশফিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় ও প্রাক্তণ অধ্যক্ষ মো. নুরুর রহমানের সভাপতিত্বে এবং নুরুন্নাহার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মুহতামিমের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার আলালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলান ইব্রাহিম খলিল, বিশেষ বক্তা ছিলেন নাগরপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুছ সালাম আনসারী।

মাহফিল শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মুশফিকুর রহমান।

এ সময় আশেপাশের বেশ কয়েক গ্রামের মুসল্লিরা মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 নাগরপুর