banglanewspaper

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সস্ত্রীক সেখানে যান তিনি। ওবায়দুল কাদেরের গণসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রপতি প্রায় আধঘণ্টা বিএসএমএমইউতে অবস্থান করেন। তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদারসহ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালের দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরদিন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বাইপাস সার্জারির পর দুই মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

ট্যাগ: bdnewshour24 রাষ্ট্রপতি