banglanewspaper

অরিজিৎ সিং এখন ফেভারিট গায়ক। গানের মাধ্যমে শ্রোতাদের বুঁদ করে রাখা এ গায়কের গান প্রতি বছরই বলিউডের হিট লিস্টে থাকছে । এমনকি, ফোর্বস সেলিব্রিটির তালিকায় ২৬ নম্বরে নিজের নাম লিখিয়েছেন তিনি।

তবে নতুন খবর হলো, ফেভারিট এ গায়ক মুম্বাইয়ে একই ভবনের ৪টি ফ্ল্যাট কিনেছেন। একই কমপ্লেক্সের একই বিল্ডিংয়ের ওই ৪টি ফ্ল্যাটের দাম ৯ কোটি টাকা।

ভারতের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, ৩২ স্কয়ার মিটারের একটি ফ্ল্যাট ১ কোটি ৮০ লাখ টাকায়, ৭০ স্কয়ার মিটাররের আরেকটি ২ কোটি ২০ লাখ টাকায়, ৮০ স্কয়ার মিটারের আরেকটি ২ কোটি ৬০ লাখ টাকায় এবং ৭০ স্কয়ার মিটারের আরও একটি ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৫০ লাখ টাকায়।

ফোর্বসের তরফ থেকে জানানো হয়েছে, অরিজিৎ সিংয়ের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৭১ কোটি ৯৫ লাখ টাকা। বলিউডে পা রাখার পর থেকে এখন পর্যন্ত ১৮টি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। এছাড়া দেশে-বিদেশে নিয়মিত কনসার্ট করে যাচ্ছেন অরিজিৎ সিং।

ট্যাগ: bdnewshour24 অরিজিৎ সিং