banglanewspaper

এফডিসিতে গতকাল চলছিল ‘সিক্রেট এজেন্ট’ সিনেমার শুটিং। এ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। গতকাল ছবির শুটিং চলাকালীন সময়ে একটি দৃশ্যের প্রয়োজনে লোহার শিকলে ঝুলে শট দেবার সময় আহত হন এই নায়ক।

ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি আজ সকালে বলেন, শিকলে ঝুলে শট দেবার সময় হঠাৎ শিকল ছিড়ে মাটিতে পড়ে যান বাপ্পি। একটু আঘাত পান তখন। তবে সিরিয়াস কিছু না। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বিশ্রাম নিয়ে বাপ্পি সেটে এসেছেন।

একটু পর কাজ শুরু করবেন। এ ছবির শুটিং শুরু হয় ২৭ শে জানুয়ারি থেকে। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা উষ্ণ হক।

ট্যাগ: bdnewshour24 শুটিং বাপ্পী