banglanewspaper

মাগুরা প্রতিনিধিঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে মাগুরায় জাতীয়তাবাদী  দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ভায়না এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল সভাপতি এড: ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন প্রমূখ।

বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করে বর্তমান সরকারের নানা ব্যার্থতা তুলে ধরে কঠোর সমালোচনা করেন। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার বিভিন্ন অংঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

ট্যাগ: bdnewshour24 মাগুরা খালেদা জিয়া