banglanewspaper

গুরুতর দূর্ঘটনা এড়াতে পেরেছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। প্র্যাক্টিস ম্যাচে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ডান হাতি মিডিয়াম পেসার আচিনি কুলসূর্য। পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে চোট পাওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়ায় কারেন রোল্টন ওভালে।

অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। ম্যাচে ট্রিয়নের নেওয়া শটে লং-অফে ফিল্ডিং করা কুলসূর্য ক্যাচ ধরার সময় ঘটে বিপত্তি। বল গিয়ে লাগে ২৯ বছর বয়সী তারকার করোটির ঠিক উপরে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ নড়াচড়াও করেননি তিনি। স্বাভাবিকভাবেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা করলে জ্ঞান ফেরে তার।

তড়িঘড়ি স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় কুলসূর্যকে এবং কোনও সময় নষ্ট না করে নিকটবর্তী রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে যাবতীয় পরীক্ষার পর ছেড়ে দেয়া হয় শ্রীলঙ্কান তারকাকে।

শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের তরফে পরে জানানো হয় যে, সুস্থ রয়ছেন কুলসূর্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কুলসূর্য আপাতত দলের মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন।

ট্যাগ: bdnewshour24 ক্রিকেট