banglanewspaper

আজ ১৭ ফেব্রুয়ারী ২০২০, ঢাবি ডিনস্ কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সান্ধ্যকালীন কোর্সে আর কোন ভর্তি নেওয়া হবে না। এই বিষয়ে বিজ্ঞান অনুষদের ডীন তোফায়েল আহমেদ ও সমাজ বিজ্ঞানের ডীন- এর প্রবল আপত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন কোর্সে ভর্তি নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত আপাতত সকল ভর্তি বন্ধ করা হয়েছে।

পরবর্তীতে বিজনেস ফ্যাকাল্টীর মিটিংয়ে এই বিষয়ে বিশদ আলোচনা হয়। ডীন মহোদয়ের অনুমতিতে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট এর অধ্যাপক চৌধুরী সায়মা, ডীনস কমিটির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে, কোন অভিযোগে এই মাস্টার্স কোর্স বন্ধ করতে হবে তা তাদের জানতে হবে।

এরই প্রেক্ষীতে সাদা দলীয় শিক্ষকরাও তার সহিত সমর্থন প্রদান করে।

উল্লেখ্য চৌধুরী সায়মা বিএনপির কুমিল্লার সাবেক এমপি মইনুল হক চৌধুরীর মেয়ে। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের বরাত যে সান্ধ্যকালীন কোর্স খোলার পক্ষে বিজনেস ফ্যাকাল্টির সকল শিক্ষকেরই সমর্থন রয়েছে। 

ট্যাগ: bdnewshour24 ঢাবি সান্ধ্যকালীন কোর্স ভর্তি EMBA