banglanewspaper

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠের মিনার ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের বাস্তবায়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন  দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল রহমান মানিক, সানোয়ার হোসেন,৯ নং কুশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ‌ রাজ্জাক, সাধারণ সম্পাদক দুদু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার, সামছুজ্জামান,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার সবুজ, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 আফতাবগঞ্জ